টেকনাফের পাহাড়ি এলাকায় আবারও ২ জনকে অপহরণ

টেকনাফের পাহাড়ি এলাকায় আবারও ২ জনকে অপহরণ


কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পানের বরজ থেকে দুই কৃষককে অপহরণ করেছে পাহাড়ি ডাকাতরা। এ সময় আরও দুই কৃষককে কুপিয়ে জখম করেছে ডাকাতরা। রবিবার (৩০ এপ্রিল) সকালে টেকনাফের বাহারছড়ার জাহাজপুরা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


অপহৃতরা হলেন– উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা আবদুর রহিম (৩২) ও মো. রেদোয়ান (২০)। আহতরা হলেন– আবদুল  আমিন ও আব্দুল্লাহ।


টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তা ইন্সপেক্টর মসিউর রহমান বলেন, ‘বিষয়টি শোনার পর আমরা ঘটনাস্থলে এসেছি। এলাকার মানুষ নিয়ে আমরা পাহাড়ে ঢুকবো। তবে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।’


বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, ‘সকালে পাঁচ জন কৃষক পাহাড়ের কাছাকাছি পানের বরজে কাজ করতে গেলে ডাকাতের একটি দল তাদের ওপর হামলা চালায়। এ সময় তিন জন পালিয়ে আসলেও দুই জনকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় ডাকাতরা। এ ছাড়া পালিয়ে আসার সময় দুই জনকে কুপিয়ে জখম করে।’


তিনি আরও বলেন, ‘এই এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড়ি অস্ত্রধারী ডাকাত দল অপহরণ-মুক্তিপণ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ফলে এখানকার বাসিন্দারা ভয়ভীতির মধ্যে রয়েছে।’


আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, গত ৬ মাসে ক্যাম্পসহ টেকনাফের পাহাড়ে ৭২ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪০ জন রোহিঙ্গা নাগরিক এবং ৩২ জন স্থানীয় বাসিন্দা। সর্বশেষ গত ২৬ এপ্রিল নয়াপাড়া ক্যাম্পের তিন শিশু অপহরণের শিকার হয়। পরে মুক্তিপণ দিয়ে ফিরে আসে। এ ছাড়া গত ৩ মার্চ দুই শিশুকে অপহরণের ৮ ঘণ্টা পর ৭০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় অহরণকারীরা।

এর আগে গত ৮ জানুয়ারি টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় ক্ষেত পাহারার সময় চার কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। পরে তারা ১৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফেরেন। এ ছাড়া গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন আট ব্যক্তি। পরে তারাও ৬ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসেন।


নিউজ- Bangla Tribune

Post a Comment

Previous Post Next Post