সাতক্ষীরায় হোম কোয়ারেন্টিনে ৭জন

সাতক্ষীরায় হোম কোয়ারেন্টিনে ৭জন


সাতক্ষীরায় বিদেশফেরত ৭জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সবাই ইতালি, সিংগাপুর ও মালয়েশিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তারা হোমকোয়ারেন্টিনে থাকা এসব ব্যক্তিদের পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
এদিকে, ভোমরা স্থলবন্দরে ভারতে যাতায়াত করা ১৭ হাজারেরও বেশি যাত্রীদের স্ক্রিনিং করা হয়েছে। এদের মধ্যে সীমিত সংখ্যাক যাত্রীদের অতিরিক্ত তাপমাত্রা পাওয়ায় তাদেরকে নিজ নিজ দায়িত্বে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানান। তবে এখনও পর্যন্ত কারো নমুনা পরীক্ষার প্রয়োজন পড়েনি।
সাতক্ষীরার সিভিল ডা. হুসাইন সাফায়াত জানান, বিদেশ ফেরত ব্যক্তিদের ওপর আমরা বিশেষ নজরদারী রাখছি। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। কোন সমস্যা দেখা দিলে আইইডিসিআর এর সাথে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রান্ত কোন ব্যক্তি সরকারের এই নির্দেশনা উপেক্ষার চেষ্টা করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র- ডিবিসি নিঊজ

Post a Comment

Previous Post Next Post